কক্সবাজারে ইয়াবাসহ নুরুল আজিম নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) শহরের পাহাড়তলী এলাকা থেকে রাতে তাকে আটক করা হয়।
আটক নুরুল আজিম ওই এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে ও কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিনের ছোট ভাই।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজ জানান, পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে নুরুল আজিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, নুরুল আজিম এলাকায় ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত। স্থানীয়দের কাছে একপ্রকার ত্রাস হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
আটক নুরুল আজিমের সর্ম্পকে জানতে চাইলে বিএনপি নেতা নুরুল আমিন জানান, বর্তমানে ছোট ভাই আজিমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
