ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৪ জুন ২০২৫, ১০:১৮ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৪ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াদারী গ্রামের আব্দুল খালেক (১৮), আব্দুল সালাম (১৪), ফারহান তালুকদার (১৮), শান্ত ব্যাপারী (১৭) ও সবুজ মিজি (১৮) ।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, শুক্রবার (১৩ জুন) দিনগত রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প ও মতলব দক্ষিণ থানা পুলিশ সমন্বয়ে তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় ৫ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ছুরি, একটি এন্টি কাটার, একটি কাঁচি এবং ৪টি মোবাইল ফোন।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যাক্তিদের মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়। গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

MMS
আরও পড়ুন