ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চট্টগ্রামের একটি ক্লিনিকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৬:১০ পিএম

চট্টগ্রামের লালখান বাজারে একটি ক্লিনিকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এবং রোগীদের উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস।  

শুক্রবার (২৭ জুন) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা তিনটার দিকে মমতা মাতৃসদন ক্লিনিকে আগুন লাগলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। বেলা ৩টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস জানায়, মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে আগুন লেগেছে। এখনো কাজ চলছে, বিস্তারিত পরে জানা যাবে। আগুন বড় নয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

AHA
আরও পড়ুন