রাঙামাটির কাপ্তাই হ্রদের চলমান মাছ আহরণ ও বিপণন বন্ধকালীন সময়ে বাসে করে পাচারের সময় প্রায় তিনশ কেজি মাছসহ একটি যাত্রীবাহী বাস আটক করেছে বিএফডিসি কর্তৃপক্ষ।
বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাঙামাটির মানিকছড়ি থেকে মাছভর্তি রিলাক্স পরিবহনের বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসির ডেপুটি ম্যানেজার মাসুদ আলম।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মানিকছড়ি চেকপোস্টে যাত্রীবাহী একটি বাস আটক করে তার ভেতরে বিশেষভাবে ট্যাংকভর্তি করে বহন করা তিনশো কেজি মাছ জব্দ করেছি। বাসটিসহ মাছগুলো আমরা নিয়ে এসেছি।
তিনি বলেন, এই ঘটনার সাথে কে-বা কারা জড়িত সেটি আমরা খতিয়ে দেখছি। মাছগুলো উম্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের প্রজনন নিশ্চিতে বর্তমানে হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ ও বিপণন বন্ধ রয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা