ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:৫৩ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় হাজীগঞ্জ বাজার এলাকায় তল্লাশি চালিয়ে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িতরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাদক দ্রব্য পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

RF/AHA
আরও পড়ুন