১৪ ঘণ্টা পর সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম

ঘন কুয়াশার কারণে ১৪ ঘণ্টা পর সারাদেশে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও নৌযান বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএয়ের নির্দেশনায় গতকাল রোববার বিকাল সাড়ে ঘন কুয়াশার কারণে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ সারাদেশের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও যাত্রী নৌযানসহ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আজ সোমবার পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সাড়ে ৭টা থেকে আবারও যাত্রী লঞ্চ ও নৌযান চলাচল শুরু করা  হয়।

প্রসঙ্গত, এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং কয়েকজন আহত হন। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাঝনদীতে ওই অবস্থায় ভাসতে থাকে। পরে এ ঘটনায় শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে জব্দ করা হয় এবং চারজন স্টাফকে আটক করা হয়।

SN
আরও পড়ুন