ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০২:২১ পিএম

কুমিল্লায় ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই)  ৩ ঘণ্টাব্যাপী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন, সহ-সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, মো. শহিদুল্লাহ চৌধুরী সহ নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছি আমরা।

এদিকে ওই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেন তারা।

RF/AHA
আরও পড়ুন