ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুন্দর একটি নির্বাচন উপহার দিতে কাজ করছে সরকার: ধর্ম উপদেষ্টা 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে। সুন্দর একটি নির্বাচন উপহার দিতে কাজ করে যাচ্ছে সরকার। 
 
রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন মাঠে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের ইমাম খতীব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। 
ধর্ম উপদেষ্টা বলেন, সারাদেশে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রে সুরক্ষায় নীতিমালা প্রণয়ন করেছে সরকার।সারাদেশে মডেল মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ ও মসজিদের খেদমতে যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে একটি নীতিমালায় নিয়ে আসা হবে, যাতে করে তারা কোন বৈষম্যের শিকার হলে সুরক্ষা বা আইনের আশ্রয় নিতে পারেন। 
 
সম্মেলনে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার ও মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকীসহ নেতারা।
NJ
আরও পড়ুন