ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মহাসড়কে গাছ ফেলে অগ্নিসংযোগ ছাত্রলীগের

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী। শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে সড়কে একটি গাছ ফেলে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এক যুবক। পরে আরও কয়েকজন একত্র হয়ে স্লোগান দিতে দিতে দ্রুত সড়ক ত্যাগ করে। গাছে আগুন দেওয়ার এই ঘটনার প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিও ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডিতে শেয়ার করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সদস্য ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে গাছ ফেলে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা চালায়।’

MMS
আরও পড়ুন