ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২