ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সড়ক তলিয়ে সাজেকে ৫ ঘণ্টা আটকে ছিলেন পর্যটকরা

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৭:০৮ পিএম

রাঙামাটির সাজেকে সড়কে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ৫ শতাধিক পর্যটক ৫ ঘণ্টা আটকে ছিলেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দীঘিনালা-সাজেক সড়কের মাচালং বাজার ব্রিজের কাছে নীচু এলাকায় পানি উঠার কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ তথ্য জানিয়েছেন রিসোর্ট কটেজ ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক এর সভাপতি সুপর্ন দেব বর্মন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কাচালং ও মাচালং নদের পানি হঠাৎ বেড়ে যায়। এতে মাচালং বাজার অংশে সড়ক ৫-৮ ফুট পানিতে তলিয়ে যায়। এমন সময় বাঘাইহাট থেকে ৩ শতাধিক ও সাজেক থেকে ২ শতাধিক পর্যটক ওই এলাকায় পৌঁছান। সড়ক ডুবে যাওয়ায় ২ দিক থেকে আসা পর্যটকেরা আটকে পড়েন।

পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় ইঞ্জিনচালিত নৌকা ও বাঁশের ভেলায় তাদের পারাপার করা হয়। বিকেল ৪টা পর্যন্ত তারা মাচালং এলাকায় আটকে ছিলেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সেনাবাহিনী ও প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হয়। সবাই নিরাপদে চলে গেছেন।

সাজেক ভ্যালির রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মণ বলেন, সড়কটি হঠাৎ ডুবে যাওয়ায় দুই দিক থেকে আসা পর্যটকেরা বিষয়টি জানতেন না। পরে তারা বেশ কয়েক ঘণ্টা মাচালং বাজার এলাকায় আটকে থাকেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, আটকে পড়া পর্যটকদের বাঁশের ভেলা ও নৌকায় পার করা হয়। বর্তমানে তারা নিরাপদে আছেন। তবে সড়কে এখনো পানি থাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

NJ
আরও পড়ুন