ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্কুলের বিজ্ঞানাগারে আগুন, আহত ২৫ শিক্ষার্থী

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৪:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্কুলের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে।

আহতরা হলেন- রোহান (১৫), সাকেরা আক্তার (১৩), ফারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪) ও ফারিয়া আক্তার (১৪)। তাদের মধ্যে রোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন বিজ্ঞান মেলাকে সামনে রেখে শিক্ষার্থীরা বিজ্ঞানাগারে গবেষণা কার্যক্রম চালাচ্ছিল। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। শিক্ষার্থীরা আগুন নেভানোর জন্য পানি ভেবে দাহ্য পদার্থ ঢেলে দেয়।

বড় ধরনের অগ্নিকাণ্ড না হলেও আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে বিজ্ঞানাগার থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী জানান, আহতদের মধ্যে কেউ অগ্নিদগ্ধ হয়নি। তাড়াহুড়ো করে নামতে গিয়ে শিক্ষার্থীরা আহত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে কারো গাফিলতি পেলে শাস্তি দেওয়ার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

NJ
আরও পড়ুন