‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ’- এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’।
শনিবার (৯ আগস্ট) ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি বান্দরবান জেলার উদ্যোগে ঐতিহাসিক স্থানীয় রাজার মাঠে দিবসটি উপলক্ষে গণসংগীত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আদিবাসী চলচ্চিত্র নির্মাতা ডা. মংউষাথোয়াই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মার্মা। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ যুব ইউনিয়নের নেতা খান আসাদুজ্জামান মাসুম, লেখক ও সাহিত্যেক এহসান মাহমুদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাষ্টার, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা ও আদিবাসীদের বিবিন্ন সংগঠনের নেতারা।
আলোচনা শেষে রাজার মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজার মাঠে এসে শেষ হয়। র্যালিতে
ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা সরকারকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ধারাসমূহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানান।
এ সময় বক্তারা শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। সেই সঙ্গে দ্রুত আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণার বাস্তবায়নের দাবি জানান।
আওয়ামী লীগের দিবাস্বপ্ন কখনোই বাস্তবে পরিণত হবে না: মঈন খান 