ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পরিকল্পনা পুণর্বিবেচনার দাবি

ফটিকছড়িতে বাজারের প্রবেশমুখে গণশৌচাগার নির্মাণের উদ্যোগ

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভার অন্তর্গত বিবিরহাট বাজারের প্রধান প্রবেশপথে গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এমন পরিকল্পনা ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ বলেন, “বাজারের মূল প্রবেশমুখে এ ধরনের স্থাপনা গড়ে উঠলে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে বাজারের সৌন্দর্য ও ব্যবসায়িক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিল বলেন, “পরিকল্পনার ক্ষেত্রে পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া উচিত। বাজারের প্রবেশপথে নয়, বরং বিকল্প স্থানে গণশৌচাগার নির্মাণ হলে সবার জন্য তা ভালো হবে।”

বাজার সমিতির সদস্যরা জানান, বাজার এলাকায় গণশৌচাগার নির্মাণের বিকল্প জায়গা রয়েছে। কিন্তু বাজারের ব্যবসায়ী ও সমিতিকে না জানিয়ে মিূল প্রবেশপথে এটি নির্মাণের সিদ্ধান্ত কেন নেওয়া হলো, তা বোধগম্য নয়। এই জায়গায় শৌচাগার হলে দুর্গন্ধ ও নোংরার কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে। মহাসড়কের পাশে পরিত্যক্ত জায়গাতেও এটি নির্মাণ করা সম্ভব বলে উল্লেখ করেন তারা।

বিবিরহাট বাজার সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস জানান, বিবিরহাট বাসস্ট্যান্ডটি খাগড়াছড়ির সঙ্গে আন্তঃজেলা বাস সংযোগের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাত্রীরা প্রায়শই গণশৌচাগারের অভাবে ভোগান্তির শিকার হন। এজন্য বাজারে একটি গণশৌচাগার নির্মাণের কাজ শুরু করা হয়। তবে স্থানীয়দের আপত্তির কারণে আপাতত ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।

উপজেলা ভূমি কর্মকর্তা নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

JMR
আরও পড়ুন