চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় মাহিন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ২ যুবক।
শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মাহিন স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে কাঞ্চননগর গ্রামের মনু মিয়ার ছেলে। আহতরা হলেন- একই এলাকার রাহাত (১৬) ও মানিক (১৯)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সাগর আলী তালুকদার বাড়িতে চুরির চেষ্টা চালায় একদল চোর। এ সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে ৩ জনকে আটক করে। পরে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। পরে আহত ২ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহত মাহিনের বাবা ও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, প্রকৃতপক্ষে এটি চুরির ঘটনা ছিল কিনা, তা স্পষ্ট নয়। তাদের দাবি, মাহিন নিরপরাধও হতে পারে।
কাঞ্চননগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াকুব আলী বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দায়ের হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কা, প্রাণ গেলো নারীর