ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনি মতবিনিময় সভা 

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে মডেল মসজিদ অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মাওলানা মো. ক্বারী আব্দুল ওহাবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের মাওলানা মো. মাহমুদুর রহমান হাসিব।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর সংসদ সদস্য কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) এর মাওলানা মো. মহিউদ্দিন শহীদ পাটোয়ারী, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিল চৌদ্দগ্রাম উপজেলা সহ-সভাপতি মাও ডাক্তার আবুল কালাম চৌদ্দগ্রাম সেক্রেটারি মাও রাকিবুল ইসলাম ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা উত্তর শাখার সদর মুফতী আব্দুল্লাহ আল নোমান, চৌদ্দগ্রাম দক্ষিণ শাখার সদর মাওলানা ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক ডাক্তার জাহিদ কবির মজুমদার, শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কাদের খোকন, চৌদ্দগ্রাম থানার দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি ডা. সুমন, শ্রমিক আন্দোলনের সেক্রেটারি আব্দুল আখের, চৌদ্দগ্রাম পৌরসভা যুব আন্দোলনের সভাপতি মাহমুদুল হাসান, চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্র আন্দোলনের সভাপতি ফাহাদসহ চৌদ্দগ্রাম উপজেলা ও ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতারা।
NJ
আরও পড়ুন