কুমিল্লা নাঙ্গলকোটে যৌথবাহিনী অভিযানে বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেটের কারখানার সন্ধান পাওয়া গেছে।
নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের কৈইয়া গ্রামে আনোয়ারের ঘরে ও শ্রীফলিয়া বাজারের গোডাউনে এসব অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা।
এ সময় স্টার, হলিউড, লাকিস্টার,পাইলট, স্টার গোল্ড, গোল্ড লিফ, বেনসন, ডারবিসহ মোট ৯ লাখ ৯ হাজার ৩০০ সলাকা এবং ১৪২৫ কেজি তামাকসহ ৬ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক মো. মহিউদ্দিন নাছরুল্যা রুবেল বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের আশার কোটা গ্রামের মৃত মান্নানের ছেলে মো. ওসমান গনি (৪০), রংপুর জেলা কাউনিয়া থানা নাজির দাহ চক্র পানি গ্রামের মৃত গোলাপ উদ্দিনের ছেলে ফজলু (৪৫) ও মৃত সামছুল হকের ছেলে মো. আখতারুল ইসলাম, নীলফামারী জেলা জলঢাকা থানার দক্ষিণ বেরু বন্দ গ্রামের মো. মোকছেদ আলির ছেলে মো. খলিলুর রহমান (২০), ছবেদুল ইসলামের ছেলে মো. আনোয়ারুল ইসলাম ও মৃত জাহান উদ্দিনের ছেলে মো. জফুর ইসলাম।
