ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লামায় পানি সমস্যা দূর করবে ১৭২ কোটি টাকার প্রকল্প

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
প্রতিদিন প্রায় ৪০ লাখ লিটার পানি উৎপাদনের লক্ষ্য নিয়ে বান্দরবানের লামা উপজেলায় পৌর পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফলে দূর হবে এ উপজেলার পানি সমস্যা।
 
একই প্রকল্পে ১৬৪৩টি পাবলিক ও হাউজ হোল্ড টয়লেট নির্মাণ ও সংস্কার করা হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭২ কোটি টাকা।
 
বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০২৪ সালে শুরু হয়ে এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে।
 
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, লামা পৌর এলাকায় বর্তমানে দৈনিক পানির চাহিদা প্রায় ২০ লাখ লিটার। বিগত সময়ে এ অধিদপ্তর লামা পানি সরবরাহ লাইনের কাজ করে। কিন্তু নানা সমস্যায় প্রকল্পটির কাজ শেষ হলেও পানি সরবরাহ শুরু হয়নি।
 
এদিকে লামা পৌরসভার একমাত্র পানি সরবরাহ প্রকল্পটি গড়ে ৪-৫ লাখ লিটার পর্যন্ত সরবরাহ করতে পারে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। লামা পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় এডিবির অর্থায়নে অবশেষে লামা পৌর এলাকায় নিরাপদ পানি সমস্যা সমাধানে ‘পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন’ শীর্ষক প্রকল্পের কাজ শুরু হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আরও জানায়, এই প্রকল্পের অধীনে লামা পৌর এলাকায় বিভিন্ন সাইজের ১০০ কিলোমিটার পাইপ স্থাপন/লেইন, ৬ লাখ ৮০ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ২টি ওভার হেড ট্যাংক নির্মাণ, ৫ লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ওভার গ্রাউন্ড রিজার্ভার নির্মাণ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ, ১টি সলিট ওয়েস্ট ও ফিকল স্লাজ ম্যানেজমেন্ট নির্মাণ, ১২টি পাবলিক টয়লেট নির্মাণ, ৬টি পাবলিক টয়লেট সংস্কার, ৮৫৭টি হাউজহোল্ড টয়লেট নির্মাণ, ৭৬৮টি বিদ্যমান টয়লেটে সেফটি ট্যাংক স্থাপন করা হবে। ইতোমধ্যে পাইপ স্থাপনের কাজ শুরু হয়েছে। কাজটি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিলানি ট্রেডার্স।
 
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিলানি ট্রেডার্সের সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার শামীম সিকদার বলেন, প্রকল্পের ডিজাইন অনুযায়ী পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। রিজার্ভ ট্যাংক ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের প্রস্তুতি চলছে। লামা পৌরসভা থেকে হাউজ হোল্ড টয়লেটের আবেদন সংগ্রহ করা হয়েছে।  
 
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, লামা পৌর এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট রয়েছে। এ সংকট নিরসনে লামা উপজেলা এডিবির অর্থ্যায়নে ‘পার্বত্য চট্রগ্রাম সমন্বিত টেকসই ও পৌর পানি সরবরাহ স্যানিটেশন’ শীষক প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌর এলাকার নিরাপদ পানির সমস্যার স্থায়ী সমাধান হবে। একই সাথে স্যানিটেশন সুবিধা পাবে লামা পৌর এলাকার মানুষ। এতে করে এ উপজেলায় আর পানি সমস্যা থাকবে না।
NJ
আরও পড়ুন