ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে সদর থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম। জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘২১, ১৭, ০৮’ লেখা একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন, যার ক্যাপশনে লেখা ছিল, মেধাবীদের জন্য শুভ কামনা রইল। উল্লিখিত তিনটি ব্যালট নম্বর ছিল ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের।
ওসির এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতারা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
তবে পরে ওসি মোজাফফর হোসেন দাবি করেন, তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই পোস্টটি করা হয়েছে। এ বিষয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, স্ক্রিনশটে বেগুনি ব্যাকগ্রাউন্ডে ২১, ১৭, ০৮ লেখা পোস্টটি ছড়ানো হয়, যা তার অজান্তে হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে বিষয়টি জানান।
এ বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শ্রীপুরে র্যাবের গাড়ি ভাংচুর, দুই মামলায় আসামি ১৭২
মুরাদনগরে মোটরসাইকেল আরোহীকে মারধর, গ্রেপ্তার ২