ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তারুণ্যের উৎসব-২০২৫

চাঁদপুরে কাপ সাঁতার প্রতিযোগিতা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
চাঁদপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা ও প্রীতি ওয়াটার পোলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সার্বিক সহযোগিতায় শহরের শহীদ মুক্তিযুদ্ধা সড়ক সংলগ্ন অঙ্গীকার লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
 
 
পরে চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৫ বছর বয়সী ও ১৫-২০ বছর বয়সীসহ বয়স ভিত্তিক কয়েকটি ধাপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট শাহ জাহান মিয়াসহ অন্যান্যরা।
 
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাঁতারু, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।
NJ
আরও পড়ুন