ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁদপুরে কবর দেওয়ার সময় নড়ে উঠলো নবজাতক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
চাঁদপুরে কবর দেওয়ার সময় হঠাৎ নড়ে উঠেছে অজ্ঞাত নবজাতক। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌর কবরস্থানে এ ঘটনা ঘটে। পরে কবরস্থান থেকে নবজাতককে শহরের একটি প্রাইভেট হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, দুপুরে ৩০-৩৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষ একটি কার্টুনে করে শিশুকে দিয়ে যায়। শিশু মৃত। তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দেন তিনি। পরে কবর দেওয়ার সময় নড়ে উঠে শিশুটি।
 
খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটিকে এনআইসিইউতে ভর্তি করানো হয়।
 
 
ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের হাসপাতালের কর্তব্যরত সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ডা. ছোটন মিয়াজী জানান, শিশুটির ওজন ৮০০  গ্রাম। আজই জন্ম হয়েছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতালের পক্ষ থেকে শিশুকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চলছে।
 
এদিকে নবজাতক নিয়ে লালনপালন করতে হাসপাতালে ভিড় করছেন একাধিক পরিবার।
NJ
আরও পড়ুন