রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি খাদে পড়ে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ পর্যটক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় পাহাড় থেকে নামার সময় হাউজ পাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়। খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পর্যটকদের অভিযোগ, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে দুর্ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
সাজেক থানার ওসি কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরছে আটকা পড়া পর্যটকরা