ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে মাদকবিরোধী অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ২ পাচারকারীকে আটক করেছে তুমব্রু বিজিবির সদস‌্যরা। 
 
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউপির তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় মিয়ানমারের দিক থেকে ৩ ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে এগিয়ে আসলে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার সময় ২ আসামিকে ইয়াবা ট‌্যাবলেট ও পাচারকাজে ব‌্যবহারিত ২টি মোবাইল ফোনসহ আটক করা হয়। 
 
গ্রেপ্তাররা হলেন- নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ‌্যম পাড়ার বক্তার আহাম্মদের পুত্র মো. আরপান অপি (১৯) ও কুতুপালং ক্যাম্প-৭, ব্লক-সি-১১- এর বাসিন্দা আবুল বাসারের পুত্র মো. জিয়াবুল হক (৩৬)। 
কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের ইয়াবা ও মোবাইলসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
অধিনায়ক আরেও বলেন, পালাতক মাদক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। 
 
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪-বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসী ও নাইক্ষ‌্যংছড়ির মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছে সুশিল সমাজ। 
NJ
আরও পড়ুন