নোয়াখালীর নামে বিভাগ অথবা নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। পরে তারা ঢাকা-নোয়াখালী সড়কের মাইজদী অংশে অবস্থান নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নামাজ শেষে লোকজন জেলা জামে মসজিদ মোড়ে একত্রিত হতে থাকে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নোয়াখালী সুপার মার্কেটের সামনে ব্লকেড কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে দলবল নির্বিশেষে সকল শ্রেণি-পেশার লোকজন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কুমিল্লার সাথে কোনোভাবেই নোয়াখালীর লোকজন বিভাগের বিষয়ে একমত হবে না। হয়তো নোয়াখালীর নামে বিভাগ ঘোষণা করতে হবে না হয় নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা করতে হবে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণা করা জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
তুরাগে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার