ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:২৭ পিএম

খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এটি কার্যকর হবে।

শনিবার (৪ অক্টোবর) পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আইন-শৃঙ্খলা বাহিনীর চাহিদার প্রেক্ষিতে রাত পৌনে ৯টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আকতার প্রত্যাহারের আদেশ দিয়েছেন।

এর আগে একটি ধর্ষণ ঘটনা ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। রোববার (২৮ সেপ্টেম্বর) গুইমারায় সহিংসতায় ৩ জন নিহত এবং অনেকে আহত হন। অগ্নিসংযোগ করা হয় রামসু বাজারসহ শতাধিক দোকানপাট ও বসতবাড়িতে।

এদিকে গত ২৩ সেপ্টেম্বর রাতে জেলা সদরের সিঙ্গিনালায় এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অবরোধ চলাকালে খাগড়াছড়ি সদরে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটে।  

LH/FJ
আরও পড়ুন