গ্রাহকের ১০ কোটি টাকা নিয়ে উধাও আমানত মান্টিপারপাস!

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আমানত মান্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের ১০ কোটি টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৫ অক্টোবর) টাকা ফেরত পাওয়ার দাবিতে উপজেলা জিরো পয়েন্টে ও রাধানগর ইউনিয়ন পরিষদের সামনে জংগল মিয়া বাজারে পৃথক মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগীরা।

আমানত খোয়ানো কয়েকজন গ্রাহদের সাথে কথা বলে জানা যায়, অধিক লাভের আশা দেখিয়ে তারা অন্তত ৫ হাজার গ্রাহকের কাছ থেকে সঞ্চয়, ডিপিএস, মাসিক মুনাফায় বেশি লাভ দেবে প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের একাউন্ট করতে প্রলুব্ধ করে। এতে ধনী, মধ্যবিত্ত, শ্রমজীবী ও অল্প আয়ের মানুষ তাদের কাছে আমানত গচ্ছিত রাখে।

প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক দেলোয়ার হোসেনের সাথে কথা বলে জানা যায়, প্রায় ৪ হাজার গ্রাহক আমানত মান্টিপারপাসের সাথে ঋণ ও সঞ্চয়ের সাথে লেনদেনে জড়িত।

প্রতারিত এক গ্রাহক সুমন মজুমদারের অভিযোগ, প্রতিষ্ঠানটির সভাপতি জামশেদ আলম চৌধুরী গ্রাহকদের কষ্টার্জিত ১০ হাজার কোটি টাকা নিয়ে ৫ আগস্টের পরে পালিয়ে যায়, অবস্থা বেগতিক দেখে সাধারণ সম্পাদকও গা ঢাকা দেন।

গ্রাহকেরা প্রতিষ্ঠানের কাছে টাকা পাওনা, তা স্বীকার করেন আমানত মান্টিপারপাসের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ মজনু। আবার প্রতিষ্ঠানও অনেকের কাছে ঋণ বাবদ পাওনা টাকা রয়েছে বলে জানান তিনি। ভুক্তভোগীরা এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

NJ
আরও পড়ুন