চট্টগ্রামের ব্যবসায়ী ইউনাইটেড গ্রীজ এন্ড লুব্রিকেন্টস (ক্ল্যাসিক মবিল) এর ব্যাবস্থাপনা পরিচালক জসিম উদ্দীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, ইউনাইটেড গ্রীজ এন্ড লুব্রিকেন্টস লিঃ ঢাকা বিভাগের মার্কেটিং অফিসার ওমর ফারুক কোম্পানীর মালিক জসিম উদ্দীনের বিরুদ্ধে
২০২২ সালে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গত রোববার ঢাকার সিএমএম ৯ নম্বর আদালতে বিচারক আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
বাদি ওমর ফারুক মামলায় উল্লেখ করেন- তিনি ঢাকা বিভাগে মার্কেটিং অফিসার পদে কর্মরত থাকাকালীন তার কাছ থেকে জসিম উদ্দিন চাকরির জামানত হিসেবে দুটি চেক জমা রাখেন এবং চেকগুলো জমা রাখার কারণ উল্লেখ করে একটি লিখিত ঘোষণাপত্র দেন। যাতে উল্লেখ করা হয় চেকদাতা ওমর ফারুক কোম্পানীর চাকরি হতে অব্যাহতি নেয়ার সময় চেকগুলো ফেরৎ দিবেন। ওমর ফারুক বেশ কয়েক বছর চাকরি করার পর কোম্পানীর মালিকের কাছে পণ্য বিক্রির কমিশন ও অন্যান্য সুবিধাদির হিসাব চাইলে মালিক তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। জামানত রাখা চেকগুলো ফেরত না দিয়ে ওই চেকগুলোতে টাকার অংক বসিয়ে ওমর ফারুকের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে মামলার তদন্তভার দেয়। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন সিআইডি।
