ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অপারেশন ডেভিল হান্ট: রাঙামাটিতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম

‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে রাঙামাটিতে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে সদর উপজেলা শাখার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে গ্রেপ্তার করা হয়।

রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে মাসুদ রানা হামিদকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টের আওতায় এ অভিযান পরিচালিত হয়। আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রবর্তনের কাজ চলছে।

পুলিশ জানায়, সদর উপজেলা ছাত্রলীগের নেতা মাসুদ রানা হামিদ সম্প্রতি রাঙামাটি শহরে নিষিদ্ধ সংগঠনের হয়ে নানামুখী তৎপরতা চালিয়ে আসছিলেন।

এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছিলেন বলে দাবি পুলিশের।

উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটি জেলায় সন্ত্রাস ও অবৈধ সংগঠনের তৎপরতা দমনে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।

NJ
আরও পড়ুন