চট্টগ্রাম ইপিজেডে একটি তোয়ালে কারখানায় লাগা আগুনের ঘটনায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বাকি শ্রমিকরা আগেই নিরাপদে বের হতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীও।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, ‘আমরা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিলেন। আমরা তাদের নিরাপদে সরিয়ে এনেছি। আটতলায় যারা ছিল তারা জানিয়েছেন, সেখানে আর কেউ নেই। সবাই নিরাপদে নেমে এসেছেন।’
এর আগে দুপুর ২টার দিকে নয়তলা ওই কারখানাটির আট তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচের দুটি ফ্লোরে ড়িয়ে পড়ে।
জানা যায়, চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত ওই কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি।
এর আগে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভবনের ৬, ৭ ও ৮ তলায় আগুন লেগেছে। বর্তমানে ১৭টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুই মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার।
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট