ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির আর্থিক সহায়তা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পিএম

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনকালে এসব উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম আইয়ুব, উপজেলা বিএনপি নেতা মো. মহসিন চেয়ারম্যান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আহমেদ ছগীর, সরল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমির হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমান, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কায়সার বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, সদস্য সচিব দিদারুল আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসাইন, সদস্য সচিব আদিল উদ্দিন চৌধুরী, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এসএম তৈয়ব, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফ, পৌরসভা ছাত্রদল নেতা খালেদ বিন জিহানসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে৷ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমাদের এই উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তাদের ক্ষতি সাপেক্ষে কিছুই না। বাঁশখালীর মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবে বিএনপি।

উল্লেখ্য, গত রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নুর আহমদ ও মহিউদ্দিনের বসতঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।

NJ
আরও পড়ুন