ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাঙামাটিতে মারমা নারীকে গণধর্ষণ

জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম

রাঙামাটির কাপ্তাইয়ে প্রতিবন্ধী মারমা নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও উক্ত ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার প্রতিবাদে সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাঙামাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

বিক্ষোভ সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিসিপি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক শাখাওয়াত হোসেন, পিসিএনপি রাঙামাটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের চংড়াছড়ি মুখ এলাকায় এক প্রতিবন্ধী মারমা নারীকে তিন যুবক ধর্ষণ করে। ধারাবাহিক যৌন নির্যাতনের ফলে ওই নারী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয়ভাবে বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে। এই ঘটনা পাহাড়ে সামাজিক বিচারের নামে নারীর প্রতি সহিংসতার এক ভয়াবহ উদাহরণ। তারা অবিলম্বে ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

JMR
আরও পড়ুন