বোয়ালখালীতে ২ সিএনজি অটোরিকশা চুরি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
চট্টগ্রামের বোয়ালখালীতে ২টি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পথে বসেছেন ২ অটোরিকশার চালক।
 
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালামিয়া স্কুল এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
 
কালায়ারহাট এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে—ভোর ৪টার দিকে একদল চোর সিএনজিগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে।
চুরি হওয়া অটোরিকশাগুলোর চালক মো. রমজান ও মো. নয়ন জানান, তারা প্রতিদিনের মতো গতকাল রাতে দারোগার বাড়ির একটি ঘরে মাসিক ভাড়ায় গাড়ি রেখে যান। সকালে গাড়ি বের করতে গিয়ে দেখেন, দুটি অটোরিকশাই নেই।
 
চালকরা জানান, জমি বিক্রির টাকা ও কিস্তিতে গাড়িগুলো কিনেছিলেন তারা। চুরির ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন দুজনই।
 
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সিএনজি চালকরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। আমরা তদন্ত করে দেখছি।
NJ