কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকায় রেজুখাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
নিহত ফরহাদ সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং স্থানীয় আবদুল হালিমের ছেলে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফরহাদ তার বাবার সঙ্গে শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যান রেজুখালে। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, খবর পাওয়ার পর আমরা বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছি, কিন্তু সন্ধান মেলেনি। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে সকালে মরদেহটি ভেসে উঠতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, যারা সাঁতার জানেন না, তাদের খাল, নদী বা সাগরে নামা উচিত নয়। যেকোনো দুর্যোগে উখিয়া ফায়ার সার্ভিস জনগণের পাশে থাকবে।
এদিকে ফরহাদের মৃত্যুর খবরে পুরো সোনারপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকা।
কক্সবাজারে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 