ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাঁশখালীতে বেড়িবাঁধ প্রকল্পের সাপ্লায়ারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে খানখানাবাদের কদমরসুলে শতকোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের বালু সাপ্লায়ার প্রতিষ্ঠান তালুকদার ট্রেডিংয়ের বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ কাইদুল ওয়াদুদ জিহান।

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুলের ছৈয়দের টেক এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তালুকদার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. কাইদুল ওয়াদুদ বলেন, ‘পাউবোর অধীনে ১৪০ কোটি টাকা মূল্যে কদমরসুল পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ পেয়েছে প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। পিডিএলের পারচেজ অর্ডার অনুযায়ী আমরা ১ লাখ সিএফটি ভিটি বালু ও কাস্টিং স্যান্ড সরবরাহের অনুমোদন পেলেও নানা বাঁধার সম্মুখীন হয়।

পরে বৈধভাবে প্রায় ৫ হাজার সিএফটি ভিটি বালু ও ১৫ হাজার সিএফটি কাস্টিং স্যান্ড সরবরাহ করি। তবে প্রকল্প এলাকায় বর্তমানে থাকা প্রায় এক লাখ সিএফটি বালুর অধিকাংশই লবণাক্ত পানি দিয়ে আনলোড করা হয়েছে, যা ভবিষ্যতে বেড়িবাঁধের স্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

অন্যান্য সাপ্লায়াররা আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক অনলাইন নিউজে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশ করেছেন। আমর বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার চালিয়ে মূল অনিয়ম আড়াল করার চেষ্টা চলছে।’

এ সময় টেকসই বেড়িবাঁধ নির্মাণে স্বচ্ছ তদন্ত, অনিয়মের উৎস অনুসন্ধান ও সিন্ডিকেটের প্রভাবমুক্ত প্রকল্প বাস্তবায়নে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

NJ
আরও পড়ুন