ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাঞ্চল্যকর সালাম খান হত্যা মামলায় প্রধান আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
 
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবিরপাড়ার বাসিন্দা সালাম খানকে কৌশলে আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকা থেকে ডেকে নিয়ে যান ইকবাল। পরে তার মাথায় ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে স্থানীয় একটি রাইস মিলের মাঠে ফেলে রেখে যান।
এ ঘটনার পরদিন নিহতের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দারের করেন। পরে মামলাটির দীর্ঘ তদন্ত করে আশুগঞ্জ থানা পুলিশ ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
 
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান জানান, আসামি ইকবালের কাছে ৫ লাখ টাকা পেতেন সালাম খান। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে আসামি ইকবাল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত আসামি ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
NJ
আরও পড়ুন