ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক 

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
কক্সবাজার থেকে টেকনাফগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
 
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টের টহলদল একটি চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মীর মোশাররফ হোসেন জিসান (২৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়। তিনি চান্দের গাড়ির ড্রাইভার ও মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে।
 
গতকাল রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম। 
 
তিনি জানান, রেজুখাল চেকপোস্টের টহলদল একটি চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত চান্দের গাড়ি এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 
NJ
আরও পড়ুন