তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম আর নেই

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

তাবলিগ জামাতের অন্যতম প্রবীণ মুরুব্বি হাজী সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জের নিজ বাসভবনে ফজরের নামাজের আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরহুম হাজী সেলিম দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে টঙ্গী ইজতেমা মাঠে তার খেদমত ও অবদান তাবলিগ অঙ্গনের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কাকরাইল মসজিদে সাদপন্থিদের সঙ্গে বিরোধের জেরে সংঘটিত হামলার ঘটনায় দ্বীনের পক্ষে অবস্থান নিতে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকেই তিনি শারীরিকভাবে বেশ দুর্বল ছিলেন।

মরহুমের জানাজা আজ সোমবার বাদ জোহর কেরানীগঞ্জের মান্দাইল–জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে আলেম-ওলামাসহ তাবলিগ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

DR