৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়াতে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৫০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডিব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ মিয়া বলেন, নদীর অববাহিকায় কুয়াশা কেটে গেলে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফিরে চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

AHA
আরও পড়ুন