কিশোরগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কয়েকদিন ধরেই সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। এরই মধ্যে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। হাওর অধ্যুষিত এই এলাকায় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ আরও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, আজ সারাদেশের মধ্যে নিকলী উপজেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কয়েকদিন ধরে টানা মৃদু শৈত্যপ্রবাহের ফলে সকালবেলা মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা।
নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম জানান, আজকের তুলনায় আগামীকাল সোমবার শীতের তীব্রতা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার ওপর দিয়ে সকাল থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছ। যার ফলে মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি আরও জানান, চলতি মাসজুড়েই শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নিকলীতে