দেশের বিভিন্ন জেলার ন্যায় গাজীপুরেও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে জনজীবন নাভিশ্বাসে উঠেছে। গত কয়েকদিনের প্রবাহমান তীব্র গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দেখা মিলছে না বৃষ্টির। মানুষের পাশাপাশি হাঁসফাঁস প্রাণিকুল। শুধু জনজীবনেই নয় তীব্র তাপদাহের প্রভাব পড়েছে রেললাইনেও। তাপদাহের কারণে বেঁকে গেছে রেললাইন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে আপ রেললাইনটি বেঁকে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে দ্রুত রেললাইন মেরামত কাজ শুরু করেছে।
পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান দাবদাহের অতিরিক্ত গরমে পূবাইল আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে।
বিষয়টি জানার পর রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওই অংশ মেরামতের পর দুটি ট্রেন ঘটনাস্থল দিয়ে গন্তব্যে চলে গেছে। এছাড়া ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
এদিকে, অ্যাকিউ ওয়েদার ডট কম এর তথ্য মতে, মঙ্গলবার সকাল ১০টার দিকে গাজীপুরের তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি, বেলা বাড়ার সাথে সাথে বেড়েছ তাপমাত্রাও দুপুরে দুইটার দিকে গড় তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রির ঘরে।
