ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজবাড়ী‌র পল্লী বিদ‌্যুৎ স‌মি‌তিতে কর্মবিরতি পালন 

আপডেট : ০৯ মে ২০২৪, ০২:০৮ পিএম

বাংলাদেশ পল্লীবিদ্যুতে অনিয়ম, দুর্নীতি, শোষণ, নির্যাতন ও লাইন নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহারসহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ‌্যুৎ স‌মি‌তির কর্মকর্তা-কর্মচারীরা। তবে এসময় বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখেই এই কর্মসূচি পালন করেন তারা।

বৃহস্প‌তিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরের সামনে এ কর্মবিরিত ও মানববন্ধনে অংশ নেন দপ্ত‌রের কর্মকর্তা ও কর্মচারীরা। 

এসময় বক্তরা ব‌লেন, একই কাজ ক‌রে তারা প্রতি প‌দে বৈষ‌ম্যের শিকার হ‌চ্ছেন। রোদ, ঝড়, বৃ‌ষ্টি উপেক্ষা ক‌রে তাদের ২৪ ঘন্টা কাজ ক‌র‌লেও ন্যায্য মজুরি পান না। ফ‌লে চু‌ক্তিভি‌ত্তিক নি‌য়োগ বা‌তিল, লাইন ও মালামাল ক্রয়ে অ‌নিয়ম-দুর্নীতি বন্ধ, নির্যাতন-‌ শোষণ ও সাম‌য়িক বরখাস্ত বন্ধ, কর্মঘন্টার স‌ঠিক ব‌্যবহার, সু‌যোগ-সু‌বিধা বাড়া‌নোসহ সকল ধর‌নের বৈষম‌্য বন্ধের দা‌বি জানান তারা।

বক্তরা জানান, প‌ল্লী বিদ‌্যুৎ বোর্ডের কর্মকর্তা-কর্মচারী‌দের সা‌থে সকল ধর‌নের বৈষ‌ম্যের শিকার হ‌চ্ছে পল্লী বিদ‌্যুৎ স‌মি‌তি কর্মকর্তা-কর্মচারীরা। বৈষ‌ম্যের প্রতিবাদ করায় স‌মি‌তির কর্মকর্তা-কর্মচারী‌দের বরখাস্ত করাসহ হুম‌কি-ধাম‌কি দেওয়া হয়। ফলে স‌মি‌তি‌রি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ১০টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত অ‌ফিস চলাকালীন সম‌য়ে জরুরী সেবা ব‌্যতিত সকল ধর‌নের কর্মকাণ্ড বন্ধ রে‌খে কর্মবির‌তি পালন কর‌ছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চা‌লি‌য়ে যা‌বেন।

এসময় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমি‌তির ডি‌জিএম (কা‌রিগ‌রি) মুহাম্মদ শিফাজ উদ্দিন ম‌ল্লিক, এজিএম সদস্য সেবা আব্দুল বাসেত, আব্দুল্লাহ আল মামুনসহ উপ‌জেলা পর্যা‌য়ের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

SN/AST
আরও পড়ুন