ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কিশোরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০২:৫৩ পিএম

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে শহরের নিউটাউন এলাকায় জুয়েল মিয়ার গোডাউন থেকে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত দশটায় এ অভিযান পরিচালনা করা হয়। এসব মজুদকৃত প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পর কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল।

জানা যায়, বড়বাজারের ব্যবসায়ী জুয়েল মিয়া শহরের নিউটাউন এলাকায় তার গোডাউনে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি চাল বিভিন্ন কোম্পানির সীলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে ৬৯ বস্তা চাল জব্দ করা হয়। এসময় গোডাউনে রাখা চাল জুয়েল মিয়ার ক্রয় করা দাবি করলেও তার উপযুক্ত প্রমাণ দিতে না পারায় চাল জব্দ করে গোডাউন সিলগালা করে দেওয়া হয়।

AHA/FI
আরও পড়ুন