বিটিএস ফ্যানক্লাবের মোহে পড়ে শরীয়তপুরে ১১ বছরের এক কিশোরী কোরিয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বাড়িতে রেখে যায় চিরকুট। যেখানে ওই তরুণী বিটিএস ফ্যানক্লাবের ভক্ত দাবি করে কোরিয়ায় যাওয়ার কথা জানান।
সেই চিরকুটের সূত্র ধরে অবশেষে উদ্ধার করা হয় ওই কিশোরীকে। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে উদ্ধার হওয়া ওই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করে র্যাব। এ সময় সন্তানদের নজরদারিতে রাখতে অভিবাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানায় র্যাব।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, শরীফতপুর জেলার পালং থানার ঋষিপাড়া এলাকার বাইতুল সালাম মহিলা মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে রোববার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়িতে ফেরার কথা থাকলেও সে বাড়িতে আসেনি। পরে তার পড়ার টেবিলে একটি চিরকুট দেখতে পায় পরিবার। সেখানে ওই কিশোরী নিজেকে কোরিয়া ভিত্তিক অনলাইন বিটিএস ফ্যানক্লাবের ভক্ত এবং সে কোরিয়ার যাওয়ার জন্যে বাড়ি থেকে ঢাকায় যাচ্ছেন বলে লিখে যান। বিষয়টি বুঝতে পেরে কিশোরীর পরিবার থাকায় জিডি করে র্যাবের সঙ্গে যোগাযোগ করে।
পরে পরিবারের দেওয়া তথ্য মতে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর লোকেশন শনাক্ত করে। অবশেষে সন্ধ্যার দিকে ওই কিশোরীকে ঢাকার আজিমপুর কবরস্থানে একটি স্কুলের সামনে থেকে ট্রাফিক পুলিশের মাধ্যমে জিম্মায় নেওয়া হয়। পরে রাতে র্যাব ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। প্রাথমিকভাবে ওই কিশোরী বিটিএস ফ্যানক্লাবের ভক্ত বলে স্বীকার করেছে।
কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি আরও জানান, মূলত বিটিএসের বিভিন্ন ছবি ব্যবহার করে বাংলাদেশে বসবাসকারী সুযোগ সন্ধানী একটি চক্র উঠতি বয়সী ছেলে-মেয়েদের মানব পাচার করছে। এ ধরণের অপরাধ হ্রাস করতে প্রতিটি পরিবারকে সজাগ দৃষ্টি রাখার জন্যে অনুরোধ জানান তিনি।
