ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি!

বাধা দিতে গেলে ভুক্তভোগী কৃষক আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসী চক্র। 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষকের ফসলি জমির মাটি কেটে নিয়ে ইটাভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগী কৃষক আব্দুল হালিম ও এলাকাবাসীর অভিযোগ, উপজেলার কাহেনা মৌজায় ৪২ শতক কৃষি জমি রয়েছে আব্দুল হালিমের। ওই জমি থেকে ভেকু দিয়ে রাতের আঁধারে জোরপূর্বক মাটি কেটে ট্রাকযোগে এএফআরআর নামক একটি ইটাভাটায় বিক্রি করেছে সন্ত্রাসী চক্রের সদস্যেরা। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী কৃষক আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসী চক্র। 

এ ব্যাপারে সোনারগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান জানান, ভুক্তভোগী আব্দুল হালিম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

AS
আরও পড়ুন