চিরনিদ্রায় শায়িত হলেন সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূইয়ার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের অলিপুর ভূইয়া পাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে র‌্যাব-১১ এর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মোজাহিদ হোসেন, কর্ণেল নাজমুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, র‍‍্যাব- ১১ (নারায়ণগঞ্জ) সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, র‍‍্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন।

এর আগে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে নিহতের স্ত্রী, সন্তান ও পরিবারের লোকজন মরদেহ গ্রহণ করে রাত ৯টার দিকে কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মোতালেব হোসেন কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত আবদুল খালেক ভূইয়ার ছেলে। ৮ ভাই ও ৩ বোনের মধ্যে নিহত মোতালেব সবার ছোট।

তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তার বড় ছেলে সাকিব অনার্স প্রথম বর্ষ, মেয়ে শামীমা জান্নাত এসএসসি পরীক্ষার্থী ও ছোট মেয়ে মুনতাহা আক্তার ৫ম শ্রেণিতে পড়ে। তিনি বিজিবিতে যোগাদান করেন ১৯৯৩ সালে। গত দুই বছর আগে তিনি র‌্যাবে পোস্টিং নেন। রাজধানীর পিলখানা এলাকায় তার বাসা।

মোতালেবের মৃত্যুর খবর সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে জানানো হলে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বিকেলে গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, মরদেহ দেখতে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছেন।

নিহতের বড় ভাই জাকির হোসেন ভূইয়া বলেন, গত শুক্রবার আমার ভাই বাড়িতে এসেছিল। চট্টগ্রামে যাওয়ার সময় তার বড় মেয়ে বারবার বলছিল আব্বু আজ যেও না। মেয়েকে সান্ত্বনা দিয়ে মোতালেব বলেছিল, সরকারি কাজ, যেতেই হবে। মেয়েটি কান্না বুকে জমা রেখেই বাবাকে বিদায় দেয়। 

তিনি আরও বলেন, মোতালেব পরিবারে ছোট হওয়ায় সে ছিল খুব আদরের। ছোটবেলা থেকেই ছিল বেশ সাহসী ও মেধাবী। সে জীবন দিয়ে তার মধ্যে যে দেশপ্রেম আছে তার প্রমাণ দিয়ে গেল। তার মৃত্যুতে এ পরিবারটি এতিম হয়ে গেল। কোনোভাবেই মোতালেবের স্ত্রী-সন্তানদের কান্না থামাতে পারছি না।

র‌্যাব ১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, দায়িত্বপালনকালে সন্ত্রাসীদের হাতে মোতালেবের এ মৃত্যু সত্যই দুঃখজনক। দেশের জন্য এমন মৃত্যু অনুস্মরণীয় হয়ে থাকেবে। আমরা সবসময় এ পরিবারের পাশে থাকব।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় মোতালেব হোসেন ভূইয়া  নিহত হন। এতে র‌্যাবের আরও তিন সদস্য আহত হয়েছেন।

AHA
আরও পড়ুন