ছুটির দিনে শীত উপেক্ষা করে জমে উঠেছে বাণিজ্য মেলা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম

ছুটির দিনে তীব্র শীত উপেক্ষা করে জমে উঠেছে বাণিজ্য মেলা। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়।

মেলা শুরু হলেই ঢাকার পূর্বাচল সেজে ওঠে নতুন আঙ্গিকে। এবারের বাণিজ্যমেলা সাজানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ও আগস্টের পটভূমিতে। এ আসরে মেলার আয়োজনে তরুণ সমাজকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সরেজমিন দেখা যায়, শুক্রবার সকাল থেকেই মেলায় খণ্ড খণ্ড আসতে দেখা যায় ক্রেতা ও দর্শনার্থীদের। মেলার প্যাভিলিয়নে কেউ দেখছেন, কেউ আবার কিনছেন পছন্দের পণ্য। স্টলগুলোতে তরুণদের পাশাপাশি মধ্যবয়সীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মেলায় ঘুরতে আসা আমজাদ মিয়া বলেন, ‘মেলায় এসে ভালোই লাগছে। এবারের মেলায় সব কিছুতে নতুনত্ব আনা হয়েছে। পছন্দের কিছু জিনিসপত্র কিনেছি। আবার আসবো পরিবার নিয়ে।’

নরসিংদী থেকে মেলায় এসেছেন মানসুরা বেগম। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে মেলায় এসেছি। ক্রোকারিজের কিছু পণ্য কিনেছি। গতবারের তুলনায় দাম একটু বেশি। তবে এবার মেলার পরিবেশ একেবারে নতুন। খুব ভালো লেগেছে।’

ভৈরব এলাকার হিমেল মিয়া বলেন, ‘বন্ধুরা মিলে মেলায় এসেছি। জুলাই অভ্যুত্থানের পটভূমিতে সাজানো হয়েছে মেলার বাইরের অংশ। এটি খুব ভালো লেগেছে। শহীদদের ভুলে গেলে চলবে না। তাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এসব দেখে যেন আমাদের পরবর্তী জেনারেশন তাদের মনে রাখে। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

এ ব্যাপারে বাণিজ্য মেলার পরিচালক বিভেক সরকার বলেন, ‘শুক্রবার ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এবারের মেলায় নতুনত্ব আনা হয়েছে– আশা করছি, এ ধারা অব্যাহত থাকবে।’

MMS
আরও পড়ুন