ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রেমিকার সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে যুবক খুন

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, রোজিনার সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি আমিনুর মানতে পারেনি। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন এবং সৈকতকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নেমে ঘণ্টার মধ্যে ভাংনাহাটি এলাকা থেকে আমিনুরকে আটক করে।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার সাবেক প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সৈকত (১৯) বগুড়া জেলার সারিয়াকান্দি থানার হাওরাখালি গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। কাজের সুবাদে সেখানে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম।

আটক অভিযুক্ত আমিনুর (১৮) বগুড়া জেলার শিবগঞ্জ থানার টেবাগাড়ি গ্রামের খোকা মিয়ার ছেলে। চাকরির সন্ধানে শ্রীপুরে ভাড়া বাসায় উঠেন।

জানা গেছে, বর্তমানে পোশাক কর্মী সৈকত ও রোজিনার প্রেমের সম্পর্ক চলছে। এই সম্পর্ক মেনে নিতে নিতে পারেননি আমিনুল। এর জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে সৈকত কারখানা থেকে বাড়ি ফেরার পথে মোল্লা বাড়ি সড়কের মির্জা আলী জামে মসজিদের সামনে পৌঁছালে আমিনুর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থ এসে সৈকতকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, রোজিনার সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি আমিনুর মানতে পারেনি। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন এবং সৈকতকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নেমে ঘণ্টার মধ্যে ভাংনাহাটি এলাকা থেকে আমিনুরকে আটক করে।

নিহতের স্বজনদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

RA
আরও পড়ুন