টাঙ্গাইলে নববর্ষ উপলক্ষে বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার শোভাযাত্রা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের পৌরসভার চাউল্ডহুড ও স্টার ওয়ার্ল্ডের আয়োজনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এসে শেষ হয়। এর পর পরই লোকজ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর প্রশাসক শিহাব রায়হানসহ প্রমুখ।
