ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পিএম

পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এব্যাপারে বুধবার (১৬ এপ্রিল) মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারোর জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ বেরিয়ে আসবে। তাছাড়া মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুড়ে যাওয়া বাড়িটি পুনর্নির্মাণ করে দেওয়া হবে বলে জানান তিনি। 

এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।

 

RA/AHA
আরও পড়ুন