ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় নির্মাণাধীন কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় তিনটি ভবন মালিকে জরিমানাসহ ভেঙে ফেলা হয় একটি ভবনের আংশিক। বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় আরো একটি ভবনের। 


দ্বিতীয় দিনের মতো সোমবার (২১ এপ্রিল) বেলা সকাল ১১ টা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় নির্মাণাধীন কয়েকটি বহুতল ভবনে অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রূপগঞ্জে রাজউকের নিয়ম বহির্ভূত স্থাপনা গড়ে উঠায় অভিযান চালানো হয়। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ না করায় তাদের বিরুদ্ধে জরিমানাসহ নেওয়া হয়েছে নানা আইনের ব্যবস্থা। এ যেখানেই নিয়ম বহির্ভূত ভবন পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।

FJ
আরও পড়ুন